Blogger Templates

Technology, touch the sky

আমাদের সাটের সকল ভিজিটরকে সালাম । যারা নিয়মিত এই ব্লগ সাইট দেখন তাদেরকে ধ্যনবাদ।

Gmail এর mail রাখুন অন্য কোথাও

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২0 মন্তব্য(গুলি)



Gmail এর mail রাখুন অন্য কোথাও


আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমি ও ভাল আছি।

আপনার ই-মেইল ঠিকানায় অনেক গুরুত্বপূণ ই-মেইল ,তথ্য ইথ্যাদি আছে। কিন্তু কোনো কারনে যদি

আপনার ই-মেইল ঠিকানাটি নষ্ট হয়ে যায় বা চুরি(Hack) হয়ে যায় এবং অনেক চেষ্টা করেও সেটি যদি পুনরুদার করতে না পারেন তখন আফসোস করা ছাড়া কিছু থাকেনা
অথচ, আপনি চাইলে আপনার জিমেইলের মেইলগুলো আপনার computer এ বা অন্য কোনো জিমেইল
ঠিকানায় রাখতে পারেন।
সেজন্য আপনাকে একটা Software Download করতে হবে
ডাউনলোড করার পর ইনসটল করতে হবে ।
এ সফটওয়্যারটি খুলে জিমেইল ঠিকানা, পাসওয়াড, কোথায় সেভ করতে চান, কত তারিখ থেকে কত  তারিখ পযন্ত আসা মেইল রাখতে চান, লিখে ব্যাকআপ বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন ।
জিমেইলে ব্যাকআপ ফাইল তৈরি হয়ে যাবে ।
আবার রিস্টোর করতে চাইলে একই পদতিতে কাজ করতে হবে ।
শুধু  রিস্টোর বাটনে ক্লিক করতে হবে ।

Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Karim khan. দ্বারা প্রস্তুত Blogger:
Copyright © 2012. blackit24