আসসালামু আলাইকুম, কেমন
আছেন সবাই ? আশা করি
মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমি ও ভাল আছি ।
মাইক্রোসফট ওয়াড ওয়াড ফাইলকে পিডিফ ফাইলে খুব
সহজেই রূপান্তর করা সম্ভব । এমনকি বাংলা লেখাও হুবহু থাকবে কোথাও কোনো সমস্যা
হবেনা , এমনকি কোনো মাইক্রোসফট ওয়াড এর
ছবি ও
সমস্যা হবেনা ইনশাআলাহ । এমন সহজ আর নেই।
একবার টিউনটি পড়লেই বুঝতে পারবেন ইনশাআলাহ ।
প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে তা হল একটা
ছোট সফটওয়্যার ডাউনলোড করতে হবে ।
সফটওয়্যার এর লিংক আমি দিয়ে দিয়েছি ।
প্রথমে আপনারা সফটওয়্যারটি ইন্সটল করুন ।
তারপর সফটওয়্যারটি খুলুন ।
Creat এর সাথে বামে একটি বাটন আছে ... দেওয়া সটিতে ক্লিক করুন এবং আপনার ওয়াড ফাইলটিকে
দেখিয়েদিন , তার পর creat বাটনে ক্লিক করুন এবং যেখানে ফাইটি সেভ করতে চান তার জন্য creat বাটনে ক্লিক করার
পর Browser ক্লিক করে লোকেশন দেখিয়েদিন । সবশেষে OK বাটনে ক্লিক করুন ।
আমার মনে হয় এত সহজ আর হবে না ।
আর আপনাদের এত কষ্ট করে PDF ফাইল তৈরি করতে
হবে না ।
একটি মন্তব্য পোস্ট করুন