ভিজুয়্যাল
বেসিক
প্রোগ্রামিং
– কম্পিউটার এ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে । যেমন সি, সি++, জাভা ইত্যাদি। তেমনি একটি
প্রোগ্রামিং ভাষা হল ভিজুয়্যাল বেসিক
Beginner’s
all-purpose Symbolic Instruction Code এর সংক্ষিপ্ত রূপ হল বেসিক । ১৯৬৪ সালে মাকিন USA
এর ডাটামাউথ কলেজের ২জন অধ্যাপক জি কেমেনি ও
টমাস ই কাটজ প্রথম বেসিক ভাষার প্রবতন করেন ।
বেসিকের
২টি জনপ্রিয় ভাষা আছে
১ GWBASIC
2 QBASIC
বিশ্বখ্যাত
মাইক্রোসফট কতিক প্রণীত GUI ( Graphical User Interface) পরিবেশের জন্য বেসিক ল্যাঙ্গুয়েজ এর
আধুনিক ভার্সন হল ভিজুয়্যাল বেসিক ।সহজ ল্যাঙ্গুয়েজ ,ডিবাগিন, একটিভ এক্স
লাইব্রেরী ব্যবহার ও অন্যান সুযোগ ভিজুয়্যাল বেসিক কে অনেক খ্যাতি এনে দিয়েছে।
ভিজুয়্যাল
বেসিক শিখতে হলে ৮টি বিষয় জানা দরকার এগুলো খুব গুরুত্বপূণ
১
প্রোজেক্ট
২ ফর্ম
৩ মডিউল
৪
অবজেক্ট
৫ প্রপার্টিজ
৬
ইভেন্ট
৭ মেথড
৮
স্টেটমেন্ট
উপরের
বিষয় গুলো আসতে আসতে বুঝানো হবে ।
তাহলে চলুন শুরু করি ভিজুয়্যাল বেসিক
প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হল ভিজুয়্যাল বেসিক সফটওয়্যার টি ভার্সন ৬.০ ভাল ভাবে ইন্সটল করাতে হবে । আমি মনে করে নিচ্ছি আপনার সবাই সফটওয়্যার টকে ভালভাবে ইন্সটল করেছেন
আপনাকে
ভিজুয়্যাল বেসিক সফটওয়্যারটি ওপেন করতে হবে তার জন্য Statr বাটনে ক্লিক করে All programs ক্লিক করে মাইক্রোসফট ভিজুয়্যাল স্টুডিও
৬.০+ মাইক্রোসফট ভিজুয়্যাল বেসিক ৬.০ ক্লিক করলে সফটওয়্যারটি ওপেন হবে এবং
উপরের
ছবির মত দেখাবে ।
Standard exe তে ডাবল ক্লিক করলে উইন্ডো তে ভিজুয়্যাল বেসিকের উন্নয়ন পরিবেশ ( Integrated
Development Environment ) IDE আসবে ।
উপরের
ছবির মত দেখাবে
ভিজুয়্যাল বেসিকের উইন্ডোর সাথে পরিচয়
টাইটেল বারের নিচে File ,Edit ,ETC থাকে ।File ,Edit ইত্যাদি হচ্ছে এক একটি মেনুর নাম। প্রত্যেকটি মেনুর অধিনে আবার অনেক গুলো সাব মেনু বা কমান্ড অপশন আছে ।
তারপরে
টেক্সটবক্স দেখুন Text1 লেখা আছে আপনি চায়লে এটাকে খালি রাখতে পারেন ।সজন্য আপনাকে টেক্সটবক্স
এ ক্লিক করে প্রপার্টিজ উইন্ডো এর Text এ ক্লিক করে এর ডান পাশের Text1 লেখাটি মুছে দিলেই চলবে ।
ভিজুয়্যাল বেসিকের উইন্ডোর সাথে পরিচয়
টাইটেল বারের নিচে File ,Edit ,ETC থাকে ।File ,Edit ইত্যাদি হচ্ছে এক একটি মেনুর নাম। প্রত্যেকটি মেনুর অধিনে আবার অনেক গুলো সাব মেনু বা কমান্ড অপশন আছে ।
টুলবার
(Tool Bar)
মেনুবারের
নিচে বিভিন্ন আইকন বা প্রথীক কে টুলবার বলে। প্রতিটি আইকন কে টুল বলে । মেনু সিলেক্ট
করে কাজ করার চেয়ে কাজ দ্রুত করার চেয়ে এখানে টুলবার ব্যবহার করা যায় ।আরো টুলবার
আনতে চায়লে মেনুবারের Debug,Edit, ইত্যাদি লুকানো টুলবার আনা যায় ।
টুল্বক্স(TOOL
BOX)
ভিজুয়্যাল
বেসিকে টুল্বাক্স একটি অসাধারণ সিস্টেম । অনেক কোড না লিখে প্রোগ্রাম এ অনেক গুরুত্বপূণ
কাজ করা যায় এই টুল্বক্স দিয়ে । ফর্ম ডিজাইন করার সময় টুল্বক্স থেকে আপনার ইচ্ছা
মত টুল ব্যবহার করতে পারেন । সাধারণত বেশী ব্যবহার করা হয় এমন টুল গুলো টুল বক্সে
আগে থেকেই থাকে । টুল্বক্সে নেই এমন কোনো টুল আনতে চাইলে Project মেনুতে ক্লিক করে Components এ
ক্লিক করে আপনার প্রয়োজন মত টুল আনতে পারেন ।
প্রোজেক্ট
এক্সপ্লোরার উইন্ডো( PROJECT Explorer Window)
ভিজুয়্যাল
বেসিকে তৈরী করা কোনো প্রোগ্রাম কে বা
অ্যাপ্লিকেশান প্রোজেক্ট বলে । প্রতিটি প্রোজেক্ট এ কয়েকটি ফরম,মডিউল থাকতে পারে।
অথাত প্রোজেক্ট হচ্ছে অনেকগুলো ফাইল এর সমাহার ।
সাধারণত
কোন প্রোজেক্ট ওপেন করার পর পদার উপরের দান কোনায় প্রোজেক্ট এক্সপ্লোরার উইন্ডো
থাকে । যদি না থাকে তাহলে view+project Explorer ঠিক করে দিন।
অথবা Ctrl+R
চাপুন। প্রোজেক্ট এ
৩টি জিনিস থাকে
View Code এটিতে ক্লিক করলে নিবাচিত ফরমের কোড
উইন্ডোতে দেখাবে
View Object এটিতে ক্লিক করলে অবজেক্টের ফর্ম দেখা যায়
Toggle Folder এটিতে ক্লিক করলে ফোল্ডার Toggle করা যায় (মানে লুকানো যায় )
প্রপার্টিজ
উইন্ডো (Properties Window)
ভিজুয়্যাল
বেসিকে প্রোগ্রাম তৈরি করার জন্য প্রয়োজন মত ফর্ম
বা কন্ট্রোল গুলোর বৈশিষ্ট্য পরিবতন করা যায় ।যেমন সাইজ, রং, উচ্চতা ইত্যাদি ।
প্রপার্টিজ উইন্ডো না থাকলে F4 বা View+Properties window তে ক্লিক করলে এটি আসবে ।
আমরা তো
এতখন ভিজুয়্যাল বেসিকের পরিচয় জানলাম
তাহলে
আসুন আমরা একটা ভিজুয়্যাল বেসিকের প্রথম প্রোজেক্ট তৈরী করি
সব
প্রোগ্রামিং ভাষায় প্রথম প্রোগ্রাম তৈরী করে HELLOW দিয়ে তাই আমি ও এখানে Hellow দিয়ে প্রোগ্রাম বা প্রোজেক্ট তৈরী করব ।
প্রথমে
আপনার ভিজুয়্যাল বেসিক ৬.০ ওপেন করুন তখন একটি উইন্ডো আসবে ছবির মত ।
১ Standard
EXE ক্লিক করুন
২ তারপর
টুল্বক্স থেকে Textbox এবং Command Button নেন ।(একটি একটি করে)
৩ টুল্বক্সের TextBOx টুলে
ক্লিক করে ফর্মএ একটি ছবির মত বক্স তৈরি করুন
৪টুল্বক্সের CommandButton ক্লিক করে ফর্ম এ ছবির মত বক্স তৈরি করুন ।
৪টুল্বক্সের CommandButton ক্লিক করে ফর্ম এ ছবির মত বক্স তৈরি করুন ।
প্রপার্টিজ
সেট
এ
প্রোজেক্ট এ আমরা কমান্ড বাটন এর প্রপার্টিজ
সেট করব তাই প্রথমে কমান্ড বাটন সিলেক্ট করুন (কমান্ড বাটন এর উপর ক্লিক করলেই
সিলেক্ট হয়ে যাবে ) তারপরে প্রপার্টিজ উইন্ডো এর Caption এ ক্লিক করে Hellow টাইপ করুন
কোড
লেখা
ফর্ম এর
Hellow বাটন এ ক্লিক করুন
তাহলে ছবির মত একটি ইমেজ আসবে ।
এটাই
কোড লেখার জায়গা
এই কোড
টি লেখুন
Txst1.Text=”Welcome to blackit24”
আপনার
কাজ শেষ এখন run করার
পালা ।
Run করার
জন্য F5 বা RUN option থেকে স্টার্ট বাটন চাপুন
Hellow বাটন এ
ক্লিক করলে টেক্সট বক্সের ভিতরে Welcome to blackit24 লেখা দেখা যাবে
প্রোগ্রাম
টি close করার
জন্য close button বা RUN
এর end
buttin ক্লিক করুন ।
এখন
প্রোজেক্ট টি সেভ বাটন এ ক্লিক করলেই সেভ হয়ে যাবে আপনি যেখানে চান
আজ
এতটুকুই পরের টিউনের জন্য অপেক্ষা করুন
কেমন
লাগল অবশ্যই কমেন্ট করবেন
আজকের
প্রশ্ন
১
ভিজুয়্যাল বেসিক শিখতে হলে কয়টি বিষয় জানা দরকার ।
২ প্রোজেক্ট এক্সপ্লোরার না থাকলে কি shortcut
পদত্বি ব্যবহার করা যায়
উওর
পাঠাবেন কমেন্ট এর মাধ্যমে
নিয়ম
১
....টি
২ যেমন c+e;
সবাইকে
ধন্যবাদ কোন ভুল হলে ক্ষমা করবেন ।
+ মন্তব্য(গুলি) + 3 মন্তব্য(গুলি)
সবাইকে ধন্যবাদ আমাকে লেখার জন্য অনুপ্রাণিত করার জন্য
http://www.4-shared.eu/download+visual+basic+6+full+version+rapidshare
সবচেয়ের ভাল লিংক উপরের টা
http://en.softonic.com/s/visual-basic-6.0-free-download-full-ভার্সন
http://step.yourfiledownloader.com/j5GjRWfV4l1z2KEUfN2jMGfTu2xkqao%2Bd6j2LXu7iDA1%2BsMjUe3YaBPn32sa7sRbCKuYDlbdyVsGwo4aWJ9sGlrRPE5ywjE%৩ড
http://www.brothersoft.com/development/visual_basic/
http://www.sharetool.com/Software_Developer/Visual_Basic/
microsoft-visual-basic.software.informer.com/
http://www.freedownloadscenter.com/Search/visual_basic.html
vai amaka aktu help korla kup upokrito hoytam.
kesar help programming Visual basic?
একটি মন্তব্য পোস্ট করুন