Blogger Templates

Technology, touch the sky

আমাদের সাটের সকল ভিজিটরকে সালাম । যারা নিয়মিত এই ব্লগ সাইট দেখন তাদেরকে ধ্যনবাদ।

টিপস এক ক্লিকে অনেক ফোল্ডার

সোমবার, ১২ নভেম্বর, ২০১২0 মন্তব্য(গুলি)


আমাদের অনেক সময় কাজের জন্য অনেক ফোল্ডার দরকার পরতে পারে ,আর তখন একটি একটি করে ফোল্ডার তৈরী করা যেমন সময় সাপেক্ষ তেমনি বিরক্তি কর । সে জন্য আমি আপনাদের একটি টিপস শেয়ার করতেছি ।প্রথমে আপনি আপনার নোটপেড ওপেন করুন তারপর নিচের কোড টি কপি করে নোটপেডে পেস্ট করুন

MD  1,2,3,4,5,6,7,8,9

তারপর নোটপেডটিকে সেভ করুন এই নামে black.bat

আপনি black এর জায়গায় যে কোনো নাম দিতে পারেন কিন্তু .bat  দিতেই হবে কারণ এটি একটি Batch file programming  সে জন্য .bat দিতে হবে ।আপনার সেভ করা হয়ে গেলে আপনি যে জায়গায় সেভ করেছেন সে জায়গায় গিয়ে দেখুন black.bat বা black নামে একটি Batch file তৈরি হয়েছে । সেটিতে আপনি ক্লিক করলে আপনার ১ থেকে ৯ পযন্ত ৯টি ফোল্ডার তৈরী হয়ে যাবে । এটি আপনি সব সময় ব্যবহার করতে পারবেন সফটওয়্যার এর মত । এখানে আপনি ১,২,৩,...... এর জায়গায় আপনার পছন্দের নাম দিতে পারেন ।
কেমন লাগল টিপস তা অব্যশই জানাবেন কমেন্ট এর মাধ্যমে ।
এ রকম আরে টিপস পেতে চোখ রাখুন 

http://www.blackit24.blogspot.com/

আরো জানতে Laval টিপস এ ক্লিক করুন ।

Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Karim khan. দ্বারা প্রস্তুত Blogger:
Copyright © 2012. blackit24