Blogger Templates

Technology, touch the sky

আমাদের সাটের সকল ভিজিটরকে সালাম । যারা নিয়মিত এই ব্লগ সাইট দেখন তাদেরকে ধ্যনবাদ।

সহজে ব্লক করুন আপনার অপছন্দের ওয়েব সাইট

রবিবার, ২৫ নভেম্বর, ২০১২0 মন্তব্য(গুলি)


আমাদের অনেক সময় অনেক ধরণের ওয়েবসাইট ব্লক করার দরকার পড়ে ।সেটার  জন্য আমরা নানা ধরণের সফটওয়্যার বা নানা ধরণের জিনিস ব্যবহার করে থাকি যা দারা আমরা অনেক সময় আমাদের প্রয়োজন মত কাজ পায় না । সে জন্য আপনি ইচ্ছা করলেই আপনার অপছন্দের ওয়েবসাইট ব্লক করতে পারেন যা অতি সহজ ।
এটার জন্য আমরা একটা c প্রোগ্রামিং লেখব
যে সি প্রোগ্রাম টা লেখা হবে তা যেখানে সেভ করবেন সেখানে একটি .exe ফাইল হবে । আর ঐ ফাইলটিকে ক্লিক করলে আপনার ওয়েবসাইট ব্লক হয়ে যাবে ।
আপনি যে সি প্রোগ্রাম টা লেখবেন তা কিন্তু কোনো ভাইরাস না ।

#include<stdio.h>
#include<dos.h>
#include<dir.h>
char site_list[4][30]={
“google.com”,
“www.google.com”,
“ youtube.com”,
“www.youtube.com”,};
char ip[12]=”127.0.01”;
FILE*target;
int find_root(void);
void block_site(void);
int find_foot()
{
int done;
struct ffblk ffblk;  //File block structure
done=findfirst(“C:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,&ffblk,FA_DIREC);
if(done==0)
{
target=fopen(“C:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,”r+”);
return 1;
}
done=findfirst(“D:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,&ffblk,FA_DIREC);
if(done==0)
{
target=fopen(“D:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,”r+”);
return 1;
}
done=findfirst(“E:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,&ffblk,FA_DIREC);
if(done==0)
{
target=fopen(“E:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,”r+”);
return 1;
}
done=findfirst(“F:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,&ffblk,FA_DIREC);
if(done==0)
{
target=fopen(“F:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,”r+”);
return 1;
}
else return 0;
}
void block_site()
{
int i;
fseek(target,”\n”);
for (i=0;i<4;i++)
fprintf(target,”%s\t%s\n”,ip,site_list[i]);
fclose(target);
}
void  main()
{
int success=0;
success=find_root();
if(success)
block_site();
}

মনে করুন আপনি গুগল এবং ইউটিউব ব্লক করতে চান তাহলে উপরের কোড টা সেভ করুন ।

আপনি ইচ্ছা করলে আপনার নানা ওয়েবসাইট ব্লক করতে পারবেন । উপরের যেখানে google বা youtube লেখা আছে তার জায়গায় আপনার অপছন্দের ওয়েবসাইট এর নাম লিখুন আর  char site_list[4][30]     আরcharএর 4 এর জায়গায় আপনি কতটি ওয়েবসাইট ব্লক করতে চান তার সংখ্যা আমি ২টি করছি সেজন্য ৪ দিয়েছি আপনি ৩টি করলে ৬ দিতে হবে ।

আপনার তৈরী করা .exe ফাইল অন্য কোনো কম্পিউটার এ নিয়ে গিয়ে যদি ক্লিক করেন তাহলে ঐই কম্পিউটার ও আপনার ব্লক করা ওয়েবসাইট ওপেন হবে না

আবার ব্লক করা ওয়েবসাইট চালু করা :

প্রথমে C +windows+system32+drivers+etc তার পর etc ফাইল এ ডুকে hosts ফাইল এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ওপেন এ ক্লিক করে Notepad নিবাচন করে ওকে করুন । hosts ফাইল ওপেন হলে দেখবেন 127.0.0.1 localhost লেখা আছে । এই লেখার পরের নিচের লাইন গুলো ডিলিট করে আবার সেভ করুন । তাহলে আবার আপনার কম্পিউটার এ ব্লক করা ওয়েবসাইট আবার চালু হবে ।



Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Karim khan. দ্বারা প্রস্তুত Blogger:
Copyright © 2012. blackit24