Blogger Templates

Technology, touch the sky

আমাদের সাটের সকল ভিজিটরকে সালাম । যারা নিয়মিত এই ব্লগ সাইট দেখন তাদেরকে ধ্যনবাদ।

চলুন শিখি ভিজুয়্যাল বেসিক (ধারাবাহিক টিউন ৫)

বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১২0 মন্তব্য(গুলি)


চলুন শিখি ভিজুয়্যাল বেসিক (ধারাবাহিক টিউন ৫)


সবাই কেমন আছেন আল্লাহর রহমতে নিশ্চয় ভাল । আমি ও ভাল । অনেক দিন ধরে টিউন করি নায় । কারণ আমার শরীর খারাপ ছিল । এখন ভাল ।

আজকে আমাদের যে টিউন তা হল ফর্ম এর ব্যবহার নিয়ে ।

ভিজ্যুয়াল বেসিকে ফর্ম সবচেয়ে গুরুত্ব পূণ অবজেক্ট । আপনি যে কোন ধরণের এপ্লিকেশন 

তৈরী করতে ফর্ম ব্যবহার করতে হবে । যে কোন উইন্ডোজ এর প্রোগ্রাম শুরু করলে একটি উইন্ডো প্রদশিত হয় । এই উইন্ডো তে বিভিন্ন ধরণের বাটন বা অপশন থাকে । ফর্ম অন্যান অবজেক্টের ধারক হিসেবে কাজ করে । ভিজ্যুয়াল বেসিকে বিভিন্ন কন্ট্রোল গুলোকে ফর্ম এর উপর স্থাপন করে প্রোগ্রাম এর ইন্টারফেস তৈরী করা হয় ।একটি ফর্ম এর একাধিক চাইল্ড ফর্ম থাকতে পারে । যা কে বলা হয় মাল্টিপল ডকুমেন্ট ইন্টারফেস (MDI) ।

ফর্ম প্রপার্টিজ =

সাধারণভাবে ভিজ্যুয়াল বেসিকে শুরু করার সময় Standard EXE নিবাচন করলে Standard EXE ফর্ম তৈরী হয় । তৈরী করা ফর্ম এর বৈশিষ্ট ডিফল্ট থাকে । আপনি ইচ্ছা করলে আপনার মত করে ফর্ম কে সাজাতে পারেন । যেমন ফর্ম এর উচ্চতা কত হবে ব্যাক্কালার কেমন হবে ফর্ম এর উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে এর আকৃতি কেমন হবে ক্যাপশন কেমন হবে ইত্যাদি আপনার মেনর মত করে সাজাতে পারবেন । উপরের গুলো হল প্রপার্টিজ ( ক্যাপশন, উচ্চতা ইত্যাদি ) ।সাধারণ ভাবে একটি ফর্ম সিলেক্ট করা অবস্থায় তার প্রপার্টিজ উইন্ডো তে এর প্রপার্টিজ গুলো দেখা যায় ।
ফর্ম এর প্রপার্টিজ গুলোর তালিকা
·         Name
·         Appearance
·         Auto Redraw
·         Back Color
·         Border Style
·         Caption
·         Clip Controls
·         Control Box
·         Draw Mode
·         Enabled
·         Fill Color
·         Font
·         Font Transparent
·         Fore Color
·         Has DC
·         Height
·         Help Context ID
·          Icon
·         Key Preview
·         Left
·         Link Mode
·         Link Topic
·         Max Button
·         MDI Child
·         Min Button
·         Mouse Icon
·         Mouse Pointer
·         Moveable
·         Negotiate Mouse
·         OLE Drop Mode
·         Palette
·         Palette Mode
·         Picture
·         Right To Left
·         Scale Height
·         Scale Left
·         Scale Mode
·         Scale Top
·         Scale Width
·         Shown Width
·         Shown Taskbar
·         Start Up Position
·         Tag
·         Top
·         Visible
·         What’s This Button
·          Whats This Help
·         Width
·         Window State
ভিজ্যুয়াল বেসিকে উপরের সবগুলো হল ফর্ম এর প্রপার্টিজ
নিচে গুরুত্ব পূণ কিছু প্রপার্টিজ আলোচনা করা হল যে গুলো বেশী দরকার যে গুলো সবসময় কাজে লাগে

Name  অবজেক্টের নাম বুঝায় ডিফল্ট ভাবে থাকে Form1, Form2…….আপনি ইচ্ছা করলে পরিবতন করতে পারেন ।যেমন frmMenu,frmTime………….

Appearance ফর্ম এর আবয়ন কেমন হবে

Auto Redrawফর্ম এর কোন Graphics আউটপুট থাকবে কিনা তা নিধারণ করে

Back Color ব্যাক কালার ডিফল্ট ভাবে সাদা থাকে । আপনি ইচ্ছা মত কালার পরিব তন করতে পারবেন

Border Style ফর্ম এর সীমানা এর জন্য

Caption ফর্ম এর টাইটেল এর জন্য

Clip Controls পেইন্ট ইভেন্টের মেথড সত্য বা মিথ্যা মান এর জন্য

Draw Style গাফিক্স আউটপুটের লাইন স্টাইল এর জন্য

Enabled ফর্ম ব্যবহার করা যাবে কিনা বা যাবে তার জন্য

Fill Color রান করার সময় ফর্ম এর রং এর জন্য

Font কি ফন্ট হবে তার জন্য

Fore Color ফর্ম এর টেক্সট কি রং এর হবে তার জন্য

Height  ফর্ম এর উচ্চতা কত হবে তার জন্য

Icon ফর্ম এর বাম কোনায় আইকন  থাকবে কিনা তর জন্য

Key Preview কোন কন্টোলের key Down , Key Up ইভেন্ট ঘটার আগে ফর্ম এর key Down , Key Up ঘটবে কিনা তার জন্য সত্য বা মিথ্যা নিধারণ করা যায়

Left বাম দিক থেকে ফর্ম এর অবস্থান কত টুকু দূরতে থাকবে তার জন্য সংখ্যা নিধারণ করা যায়

Max Button প্রোগ্রাম চলাকালিন অবস্থায় ফর্ম এর ডান কোনায় ম্যাক্সিমাইজ বাটন প্রদশিত হবে কিনা তা নিধারণ করে

MDI Child মডিওয়াই তার জন্য সত্য বা মিথ্যা নিধারণ করা যায়

Min Button প্রোগ্রাম চলাকালিন অবস্থায় ফর্ম এর ডান কোনায় মিনিমাইজ বাটন প্রদশিত হবে কিনা তা নিধারণ করে

Mouse Icon প্রোগ্রাম চলাকালিন অবস্থায় ফর্ম এর উপর মাউস নিলে এর আকৃতি কেমন হবে তার জন্য

Movable প্রোগ্রাম চলাকালিন অবস্থায় ফর্ম টি স্থানান্তর করা যাবে কিনা তার জন্য সত্য বা মিথ্যা নিধারণ করা যায়

Top উপর  দিক থেকে ফর্ম এর অবস্থান কত টুকু দূরতে থাকবে তার জন্য সংখ্যা নিধারণ করা যায়

Visible প্রোগ্রাম চালু হলে ফর্ম টি পদায় প্রদশিত হবে কিনা তার জন্য সত্য বা মিথ্যা নিধারণ করা যায়

Picture এটির সাহায্যে ফর্ম এ যে কোন প্রকার ছবি বা ইমেজ স্থাপন করা যায়
Width ফর্ম এর কত Width  হবে তার জন্য


Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Karim khan. দ্বারা প্রস্তুত Blogger:
Copyright © 2012. blackit24