Blogger Templates

Technology, touch the sky

আমাদের সাটের সকল ভিজিটরকে সালাম । যারা নিয়মিত এই ব্লগ সাইট দেখন তাদেরকে ধ্যনবাদ।

আপনার পিসির পারফরম্যান্স বদলে দিন

সোমবার, ৩ ডিসেম্বর, ২০১২1মন্তব্য(গুলি)


উইন্ডোজ সেভেনের এক্সপেরিয়েন্স ইনডেক্স বা পারফরম্যান্স নাম্বারিং সিস্টেমের সাথে অনেকেরই পরিচয় আছে। এটি ১.০ থেকে ৭.৯ স্কেলে আমার কম্পিউটারের প্রসেসর, RAM, গ্রাফিক্সগেমিং এবং হার্ডডিস্কের মানকে ইনডেক্স করে সেটি মাই কম্পিউটারের প্রোপার্টিজে দেখায়। নিজের প্রিয় পিসির স্কোর কম দেখালে আমার মতো অনেক কম্পিউটার পাগলের মন কিছুটা খারাপ হয় বৈকি! আর ব্যাপারটা যখন হয় বন্ধুদের দেখাবার জিনিসতখন তো এটা রীতিমতো মান-সন্মানের বিষয়। আজকে তাই এই এক্সপেরিয়েন্স ইনডেক্স-এর ডাটাকে কিভাবে নিজের মতোর করে লিখা যায় সেই উপায় শেখাবো আপনাদের



* প্রথমেই নিচের লোকেশনে যান-
C:\Windows\Performance\WinSAT\DataStore
সেখানে যদি একাধিক ফাইল দেখেন তাহলে সবচেয়ে নতুন ফাইলটি নির্বাচন করুন আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার টার্গেট ফাইল নেমে নিচের শব্দটি অবশ্যই থাকবে-
Formal.Assessment (Initial).WinSAT
* এবারে ফাইলটি নোটপ্যাড নিয়ে ওপেন করুনতারপর এডিট> ফাইন্ড-এ গিয়ে ‘WinSPR’ লিখে সার্চ দিন
* ‘WinSPR’ এর পরবর্তী লাইনগুলাই আপনার স্কোর নির্দেশ করছেএবারে ৭.৯ বা তার নিচের যেকোনো ভ্যালু লিখে সেভ করে দিলেই কেল্লা ফতে! আবার অরিজিনাল স্কোর দেখতে হলে এক্সপেরিয়েন্স ইনডেক্স-এ গিয়ে রি-রান এসেসমেন্ট দিলেই হবে

[Source: Tunerpage]



Share this article :

+ মন্তব্য(গুলি) + 1 মন্তব্য(গুলি)

১৬ ডিসেম্বর, ২০১২ এ ৯:৪২ PM

save korte gele access denied dekhai

একটি মন্তব্য পোস্ট করুন

 
Karim khan. দ্বারা প্রস্তুত Blogger:
Copyright © 2012. blackit24