Blogger Templates

Technology, touch the sky

আমাদের সাটের সকল ভিজিটরকে সালাম । যারা নিয়মিত এই ব্লগ সাইট দেখন তাদেরকে ধ্যনবাদ।

বিশেষ বিশেষ folder তৈরী করুন

বুধবার, ৫ ডিসেম্বর, ২০১২0 মন্তব্য(গুলি)


আপনি কি আপনার ডেস্কটপে বা অন্য কোন ফোল্ডারে কন্ট্রোল প্যানেল বা এ জাতীয় বিশেষ বিশেষ ফোল্ডার তৈরি করতে চান? এটা করা মোটেই কোন কঠিন ব্যাপার নাশুধু সাধারণ একটা ফোল্ডার তৈরি করে তাকে বিশেষ একটা নামে রিনেম করে দিলেই হবেমজার ব্যাপার হচ্ছে, এভাবে যে বিশেষ ফোল্ডারটি আপনি তৈরি করবেন, তার আইকনে কোন শর্টকাট অ্যারো থাকবে না সেটা দেখতে হুবহু মূল ফোল্ডারটার মতোই হবে
মনে করুন আপনি আপনার ডেস্কটপে রিসাইকেল বিন তৈরি করতে চাচ্ছেনতাহলে প্রথমে সেখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে সেটার নাম দিন Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E}কি দেখতে পাচ্ছেন? ডেস্কটপে হুবহু একটা রিসাইকেল বিন তৈরি হয়ে গেছে তাই না!



শুধু রিসাইকেল বিন না, এই পদ্ধতি অনুসরণ করে আপনি আরো অনেক ফোল্ডার তৈরি করতে পারবেননিচে কয়েকটি বিশেষ ফোল্ডারের জন্য কি নাম লিখতে হবে তা দেওয়া হল -

কন্ট্রোল প্যানেল – Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}
রিসাইকেল বিন – Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E}
মাই কম্পিউটার – My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
ইন্টারনেট এক্সপ্লোরার – Internet Explorer.{871C5380-42A0-1069-A2EA-08002B30309D}
মাই নেটওয়ার্ক প্লেস – My Network Places.{208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D}
ফোল্ডার অপশনস – Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}
প্রিন্টার ও ফ্যাক্স – Printers and Faxes.{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}
স্ক্যানার ও ক্যামেরা – Scanners & Cameras.{E211B736-43FD-11D1-9EFB-0000F8757FCD}
টাস্কবার ও স্টার্ট মেনু – Taskbar and Start Menu.{0DF44EAA-FF21-4412-828E-260A8728E7F1}
সার্চ রেজাল্ট – Search Results Folder.{e17d4fc0-5564-11d1-83f2-00a0c90dc849}
তবে এই নামগুলোতে ডট চিহ্নের আগে আপনি যা খুশি লিখতে পারবেনএমনকি বাংলা নামও
[Source: Tunerpage]


Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Karim khan. দ্বারা প্রস্তুত Blogger:
Copyright © 2012. blackit24