Blogger Templates

Technology, touch the sky

আমাদের সাটের সকল ভিজিটরকে সালাম । যারা নিয়মিত এই ব্লগ সাইট দেখন তাদেরকে ধ্যনবাদ।

চলুন শিখি ভিজুয়্যাল বেসিক (ধারাবাহিক টিউন ৯)

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৩0 মন্তব্য(গুলি)


কেমন আছেন সবাই ভাল ? ভাল ! আমাদের ধারাবাহিক টিউন ৮ এ আমরা ফর্ম এর উপর কিভাবে ইমেজ দিতে হয় বা লোড করার সময় কিভাবে ইমেজ দিতে হয় তা শিখেছিলাম । আজকে আমরা শিখব কিভাবে একটি প্রোজেক্ট এ দুই বা ততোধিক ফর্ম যুক্ত প্রোজেক্ট তৈরী করা যায় ।

তাহলে শুরু করা যাক আজকের টিউন সাথে থাকুন
একটি প্রোজেক্ট এ এক বা একাধিক ফর্ম থাকতে পারে । একটি বড় অ্যাপ্লিকেশন এ অনেক গুলো ফর্ম থাকতে পারে । যেগুলো প্রত্যেকটি বিভিন্ন কাজের জন্য তৈরী করা হয় ।
১ নতুন একটি ফর্ম ওপেন করুন ( আমি নিশ্চত এতদিনে আপনারা ফর্ম ওপেন করতে পেরেছেন )


২ ফর্ম টিতে দুইটি কমান্ড বাটন যুক্ত করুন




৩ ফর্ম এর জন্য কাজ করতে হবে
Object
Properties
Setting
Form1
Name
Form1
Command1
Name
Caption
cmdShow
Show Form2
Command2
Name
Caption
cmdExit
Exit


উপরের কাজ টি ঠিক করে করতে পারলে এরকম দেখাবে




এখন আমাদের কাজ আরেকটি ফর্ম যুক্ত করা

আমরা আগে ও দেখেছি কিভাবে ফর্ম যুক্ত করা যায় আর যারা জানেন না তারা দেখেন
projeet মেনুতে ক্লিক করুন । তারপর

Add Form  এ ক্লিক করুন । দেখবেন এরকম একটি ইমেজ আসছে

Form  টি ওপেন করুন দেখবেন আগের ফর্ম এর মত একটি ফর্ম আসছে
এই ফর্ম টিতে একটি কমান্ড বাটন যুক্ত করুন ।


কমান্ড বাটন এর প্রপার্টিজ ঠিক করুন
Object
Properties
Setting
Command1
Name
Caption
cmdHide
Hide Form2

এখন আমাদের কোড লেখার পালা

আমদের ২টি ফর্ম এর জন্য ২ রকম কোড লেখতে হবে । তাই আমরা প্রথমে যে কোন একটি কে মানে একটি ফর্ম কে সিলেক্ট করে কোড লেখতে হবে



আপনি এ কাজটি ২ ভাবে করতে পারেন সবচেয় সহজ যেটা সেটা হল আপনি যে ২টা ফর্ম খুলেছেন তার যে কোন একটা উপর ক্লিক করলে চলবে
আরেকটি হল নিচের ইমেজ টা দেখেন
ইমেজ এ দেখানো মত করলে আপনার প্রথম ফর্ম টি আসবে
প্রথম ফর্ম এর জন্য কোড


Form এর Show  বাটন এর জন্য কোড
Private Sub cmdShow_Click()
Form2.Show
End Sub
Form এর Exit বাটন এর জন্য কোড
Private Sub cmdExit_Click()
End
End Sub
আবার আগের মত করে ২য় ফর্ম টির জন্য কোড লেখতে হবে

Form এর Hide  বাটন এর জন্য কোড
Private Sub cmdHide_Click()
Form2.Hide
End Sub
এখন রান করার পালা

রান করুন ।

 রান করলে দেখবেন যে প্রথম ফর্ম টি ওপেন হয়েছে
Show বাটন এ ক্লিক করলে ২য় ফর্ম টি ওপেন হবে

Hide বাটন এ ক্লিক করলে দেখবেন ফর্ম টি হাইড হয়ে গেছে ।
এভাবে আপনি একটি প্রোজেক্ট এ একাধিক ফর্ম লাগাতে পারেন আপনার প্রোজেক্ট এর সুবিধার জন্য ।


  
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Karim khan. দ্বারা প্রস্তুত Blogger:
Copyright © 2012. blackit24